দুপুরে আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Published : 21 Nov 2023, 05:14 PM
চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক।
মঙ্গলবার নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. হৃদয় (২৪)।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, “ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছে। কিন্তু কারা কেন তাকে ছুরিকাঘাত করেছে সেগুলো জানা যায়নি।
“তদন্ত করে পরে জানা যাবে কেন ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।”