চট্টগ্রামমুখী বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে।
চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল সংলগ্ন ওয়াই জংশনে বাস উল্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ওই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
নিহত আবুল হোসেনের (৩৫) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। আবুল হোসেন থাকতেন পতেঙ্গা চরপাড়া এলাকায়।
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি পতেঙ্গ থেকে টানেল দিয়ে আনোয়ারা যাচ্ছিল। ওয়াই জংশনের সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
“বাসটিতে ১২/১৪ জন যাত্রী ছিল। এদের মধ্যে আবুল হোসেনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আরও কয়েকজন যাত্রী আহত হয়েছে।”