“মাস তিনেক ধরে কিছু লোক মাঠটি দখলে নিয়ে লবণ চাষের চেষ্টা করছিল,” বলেন এক লবণ চাষী।
Published : 22 Apr 2025, 07:59 PM
লবণের মাঠ দখল নিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে ‘কয়েকজন’ আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তারা হলেন- নুরুল হোসেন (৩৭), জসীম উদ্দিন (৫০), মো. মহিম (১৮) ও মো. ফোরকান (৩৫)।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লবণের মাঠের দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।”
মো. নাসির নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপকূলে লবণের মাঠটি আমরা পূর্ব-পুরুষের আমল থেকে চাষ করে আসছি। মাস তিনেক ধরে আমাদের দক্ষিণ অংশের কিছু লোক মাঠটি দখল নিয়ে লবণ চাষের চেষ্টা করছিল।”
তার দাবি, স্থানীয় কবির নামে এক ব্যক্তির পক্ষে কয়েকশ লোক গিয়ে দুপুরে নতুন বাজার এলাকায় তাদের ওপর ‘অতর্কিত’ হামলা শুরু করে। তারা গুলিও চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।
নাসির বলেন, “চারজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখান থেকে আরও কয়েকজনকে শহরে পাঠানো হচ্ছে।”
তবে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের ভাষ্য, গুলির বিষয়টি তারা শুনলেও নিশ্চিত হতে পারেননি।
ওসি বলেন, “মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে সড়কে বিপুল পরিমাণ ইটের গুড়ি দেখা গেছে। ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েক জন আহত হয়েছে।
“যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের চিকিৎসাপত্র পেলে বুঝতে পারব গোলাগুলির ঘটনা ঘটেছে কিনা।”
এদিকে ছড়াগুলির আঘাতে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।