নিহত নাসির সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
Published : 27 Mar 2025, 12:23 AM
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজের বাড়ির সামনে খুন হয়েছেন কৃষকদলের স্থানীয় এক নেতা।
বুধবার সন্ধ্যায় ইফতারের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় মো. নাসির উদ্দিন নামের ওই ব্যক্তি খুন হন বলে জানিয়েছে পুলিশ।
৪৩ বছর বয়সী নাসির সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাসিরকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।”
স্থানীয় এক সাংবাদিক জানান, সন্ধ্যা ৭টার দিকে ইফতারের পর নাসির উদ্দিন বাড়ি থেকে খামারের দিকে যাবার সময় হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ওসি মজিবর রহমান বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”