ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের ‘সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত’ করছেন, অভিযোগ নোমানের।
Published : 03 Dec 2024, 08:33 PM
ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
মঙ্গলবার বিকালে শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় তিনি বলেন, “ক্ষমতায় থাকাবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন। এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের ‘সার্বভৌমত্ববিরোধী চক্রান্তে’ লিপ্ত রয়েছেন।”
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নোমান।
প্রতিনিধি সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া উপস্থিত ছিলেন।