চট্টগ্রামে জামায়াতের মিছিল থেকে চার নেতাকর্মী গ্রেপ্তার

হালিশহর থানার বৌ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি কায়সার হামিদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 12:36 PM
Updated : 20 Nov 2023, 12:36 PM

হরতালের মধ্যে চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় ধাওয়া করে জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে হালিশহর থানার বৌ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি কায়সার হামিদ।

গ্রেপ্তার চারজন হলেন- আকবর শাহ থানা জামায়াতের আমির আব্দুস সবুর, পাহাড়তলী থানা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন ও ইসলামী ছাত্র শিবিরের সাথী সাহেদ মজুমদার ও মো. রায়হান।

ওসি কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের সমর্থনে নিবন্ধন বাতিল হওয়া সংগঠনটি হালিশহর বৌ বাজার ও পানির এলাকায় ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে।