৯৬ সোনার বার চোরাচালানে ১২ বছরের সাজা

চার বছর আগে ওমান থেকে আসা একটি ফ্লাইটে সোনার বারসহ ধরা পড়েন আসামি দিদারুল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 02:39 PM
Updated : 7 June 2023, 02:39 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার বছর আগে ৯৬টি সোনার বারসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. জেবুননেসা বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।  

দণ্ডিত আসামি মোহাম্মদ দিদারুল আলম (৪৫) চট্টগ্রামের রাউজান থানার দেওয়ানপুর গ্রামের মোহাম্মদ মাহবুব আলমের ছেলে।

আদালতের পিপি আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনা চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দিদারুল আলমকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আসামি দিদারুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান আবদুর রশিদ।

মামলার নথি থেকে জানায় যায়, ২০১৯ সালের ৯ এপ্রিল সকালে ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ দিদারুল আলমের কাছ থেকে ৯৬টি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১১ কেজি ১৯৭ গ্রাম।

ওই ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন কাস্টমসের সেসময়ের সহকারী রাজস্ব কর্মকর্তা করুনাময় চাকমা।

মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দিদারুলকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।