কংক্রিট ব্লক কারখানায় উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান জেলা প্রাশসন।
বায়ু দূষণের অভিযোগে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার একটি ইস্পাত কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ এলাকার মেসার্স সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটির মালিককে একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নির্দেশে এদিন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, কারখানাটি বায়ু দূষণ করে আশেপাশের পরিবেশ বিপন্ন করছিল। এর আগেও কারখানাটিতে অভিযান চালানো হয়েছিল। তাদের এটিপি চালু করতে বললেও করেনি।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন উপস্থিত ছিলেন।