”বিএনপির ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র সংস্কার করতে হবে। আমি বলব, সবাই ৩১ দফা সম্পর্কে জানুন,” বলেন তিনি।
Published : 11 Feb 2025, 09:31 PM
জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে সংস্কার করার দাবি তুলেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার নগরীর লালদীঘি পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন লাইব্রেরি মিলনায়তনে এক সেমিনারে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, “সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলমান থাকবে। নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যে শক্তি, সাহস ও দক্ষতা থাকবে, তা দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেগুলো এ সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।
“সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কী কী সংস্কার করা হবে সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। বিএনপির ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র সংস্কার করতে হবে। আমি বলব, সবাই ৩১ দফা সম্পর্কে জানুন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।”
সবসময় আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কথা তুলে ধরে মেয়র শাহাদাত বলেন, “যেকোনো আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের সন্তান ওয়াসিম শহীদ হয়েছে। তবে ওয়াসিমের কন্ট্রিবিউশনকে ছোট করে দেখা হচ্ছে। এখানেও কিন্তু বৈষম্য কাজ করছে।
“তবে আন্দোলনে তার অবদানের বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তার নামে নামকরণ করা হয়েছে। এছাড়া আমবাগান এলাকার পার্কটিও শহীদ ওয়াসিমের নামে নামকরণের ঘোষণা দিয়েছি। এভাবে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কন্ট্রিবিউশনের বিষয়টি তুলে আনতে হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাদের সংগঠন এডভান্সড ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসি (এএনডি) এ সেমিনারের আয়োজন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও সংগঠনের সদস্য হাসান আহমেদের সভাপতিত্বে সেমিনারে সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য দেন।