দাফনের জন্য মৃতদেহটি আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
Published : 10 Sep 2024, 11:37 AM
চট্টগ্রামে ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ডাস্টবিন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার এসআই মনির উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার করা মৃতদেহটি কন্যা শিশুর। একদিন বয়সী এ নবজাতকের মৃতদেহ পুরনো একটি লুঙ্গি পেঁচিয়ে রেখে যাওয়া হয়েছিল। আমাদের ধারণা, মৃত অবস্থায় মরদেহটি রেখে যাওয়া হয়েছে।”
মৃতদেহ উদ্ধারের পর দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মনির।