চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৮০ শতাংশে; জিপিএ-৫ কমেছে ৫ শতাংশ।
Published : 12 May 2024, 05:21 PM
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৮০ শতাংশ; ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ।
অপরদিকে গত বছর ১১ হাজার ৪৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এ বছর কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮২৩ জনে। ২০২২ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৬৪ জন।
বিজ্ঞান বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৫৮৯ জন, যা আগেরবার ছিল ৯ হাজার ৮৭১ জন। মানবিকে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৩৭ জন, গতবছর পেয়েছিলেন ১৬২ জন। আর ব্যবসায় শিক্ষায় গত বছর ১ হাজার ৪১৭ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ১ হাজার ৯৭ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। পরে বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ বোর্ড মিলিয়ে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ কমার কারণ হিসেবে ‘ইংরেজি দ্বিতীয় পত্র, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের’ কথা বলছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।
ফলাফল ঘোষণার সময় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান জানান, কোভিড মহামারীকালীন সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে এবং পরীক্ষায় কিছুটা ছাড় দেয়া হয়েছিল। এবার সে ধরনের কিছু হয়নি।
ইংরেজি দ্বিতীয় পত্র, উচ্চতর ও সাধারণ গণিতের কারণে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানান তিনি।
চট্টগ্রাম বোর্ডের ফলাফলের তথ্যানুযায়ী, সাধারণ গণিতে এ বছর পাসের হার ৯২ দশমিক ৩৭ শতাংশ, যা বিষয় ভিত্তিক পাসের সর্বনিম্ন হার। এরপর রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রে ৯৪ দশমিক ৩২ শতাংশ। আর উচ্চতর গণিতে পাসের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।
অন্যান্য বিষয় ভিত্তিক পরীক্ষায় পাসের হারে বাংলা প্রথম পত্রে ৯৮ দশমিক ৭৩, দ্বিতীয় পত্রে ৯৯ দশমিক ১১, ইংরেজি প্রথম পত্রে ৯৫ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়া সাধারণ বিজ্ঞানে ৯৭ দশমিক ৪৪, রসায়নে ৯৭ দশমিক ৪২, পদার্থ বিদ্যায় ৯৯ দশমিক ১০ শতাংশ, জীব বিজ্ঞানে ৯৮ দশমিক ৮৩, হিসাব বিজ্ঞানে ৯৭ দশমিক ৯৬, ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে ৯৯ দশমিক ১৮ শতাংশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ে ৯৯ দশমিক ৮৯ শতাংশ এবং ব্যবসায় উদ্যোগে ৯৯ দশমিক ৭৩ শতাংশ পাস করেছে।
আরও পড়ুন-