বিলাইছড়িতে ৩ হত্যার প্রতিবাদ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের

রাঙামাটির বিলাইছড়ির সাইজাম পাড়ায় ত্রিপুরা নৃ-গোষ্ঠীর কয়েকজনকে হত্যার প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 03:07 PM
Updated : 24 June 2022, 03:07 PM
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের দপ্তর সম্পাদক শ্যামন্ত ত্রিপুরা স্বাক্ষরিত বিবৃতিতে এ হত্যাকাণ্ডের জন্য ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) ‘সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ’কে দায়ী করা হয়।

সাইজাম পাড়ায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “অবিলম্বে আক্রান্ত গ্রামবাসীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কেএনএফ এর সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে।”

গত মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ‍দুর্গম সাইজাম পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হন।

ঘটনার পর ফেইসবুকে ‘কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’ নামের একটি সংগঠন হত্যার দায় স্বীকার করে। পাশাপাশি নিহতদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সংগঠন জেএলএ’র সদস্য বলে দাবি করে সংগঠনটি।