চট্টগ্রামে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 11:30 AM
Updated : 20 Jan 2022, 11:30 AM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেলা জজ জামিউল হায়দার বৃহস্পতিবার এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি জসিম উদ্দিন বাপ্পী (৫০) সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার বাসিন্দা। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় ধর্ষণ ও ‍খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জসিমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে রায়ে।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আইয়ুব খান ও শরীফ আহমদ নামের দুই আসামিকে আদালত খালাস দিয়েছে।

এ মামলার অভিযোগপত্রভুক্ত দুই আসামি সরওয়ার আলম ও আবদুল মোতালেব বিচার চলাকালে কারাগারে অসুস্থ হয়ে মারা যান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ বিকেলে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় পাহাড়ে কাঠ কুড়াতে গিয়ে নিখোঁজ হন স্থানীয় এক নারী। পরদিন সকালে কুমিরা রেলস্টেশনের কাছের একটি পাহাড়ে তার মরদেহ পাওয়া যায়।

ময়নাতদন্তে ধর্ষণের পর হত্যার প্রমাণ মেলে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার হওয়ার পর জসিম উদ্দিন আদালতে দেওয়া জবানবন্দিতে ধর্ষণ ও খুনের ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

তদন্ত শেষে পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৯ সালের ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

রাষ্ট্রপক্ষে মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার জসিমকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।