হালদায় বালুবাহী দুই নৌকাকে জরিমানা

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে মালিকদের জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2022, 08:32 AM
Updated : 13 Jan 2022, 08:32 AM

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নদীর ছত্তারঘাট এলাকায় অভিযান চালিয়ে বালু বোঝাই ইঞ্জিনচালিত নৌকা দুটি আটক করা হয় বলে হাটহাজারী উপজেলার ইউএনও শহীদুল আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকা দুটির ইঞ্জিন জব্দ করার পাশাপাশি দুই মালিকের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হালদা নদীর ক্ষতি হয় এমন কোনো কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত হালদা নদীতে ইঞ্জিনচালিত নৌকা চলাচল ও বালু উত্তোলন নিষিদ্ধ।

এর আগে বুধবার হালদা নদীর মোহনা, ছায়ার চর, মদুনাঘাটসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করে নৌ পুলিশ।

৯ জানুয়ারি হালদার নয়াহাট থেকে হালদার মুখ অংশে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত নৌকা এবং ৬ হাজার মিটার জাল জব্দ করেছিল স্থানীয় প্রশাসন।