চট্টগ্রামে ট্রাকভর্তি সেগুন কাঠ পাচারের সময় দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের আরেফিন নগরে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক ট্রাক চোরাই সেগুন কাঠসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2021, 04:45 AM
Updated : 6 Oct 2021, 04:45 AM

মঙ্গলবার রাতে বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর ছিন্নমূল গেইট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- হেলাল উদ্দিন (৩১), টুকু বড়ুয়া (৪২)। তাদের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের একটি দল রাতে মাদকবিরোধী অভিযানে আরেফিন নগরে যায়।

“এ সময় ছিন্নমূল এলাকা থেকে আরেফিন নগরের দিকে আসা কাঠভর্তি একটা ট্রাক দেখতে পেয়ে থামানো হয়। জিজ্ঞাসাবাদ করা হলে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি, বরং বিভ্রান্তিকর কথা বলতে থাকে।”

ওসি বলেন, ছিন্নমূল এলাকার ভেতরে যোগাযোগ ব্যাবস্থা ভালো না হওয়ায় পাচারকারীরা সেখানকার এবং জঙ্গল সলিমপুরের পাহাড়ের সেগুন গাছ কেটে পাচার করে। 

টুকু বড়ুয়া এ পাচারের ‘হোতা’ জানিয়ে ওসি বলেন, “গত সপ্তাহেও তারা এক ট্রাক কাঠ পাচার করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি কামরুজ্জামান।