চট্টগ্রামে পাথরবাহী নৌযান ডুবে দুই শ্রমিক নিখোঁজ
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2021 04:36 PM BdST Updated: 02 Mar 2021 04:43 PM BdST
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত শিকলবাহা খালে পাথরবোঝাই একটি নৌযান ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার ভোর রাতে পটিয়া উপজেলার শিকলবাহা খালের কালারপুল সেতুর নিচে ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শ্রমিকের নাম আবুল কালাম (৫০) ও রহমত আলী (২৮)।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর সদরঘাট থেকে পাথর নিয়ে কালীগঞ্জ যাওয়ার পথে শিকলবাহা খালে কালারপুল সেতুর নিচে তলা ফুটো হয়ে নৌযানটি ডুবে যায়।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজী আব্দুল হাশেমের মালিকানাধীন নৌযানটি ৭০০ টন পাথর নিয়ে আনোয়ারায় নির্মাণাধীণ কালীগঞ্জ ব্রিজে যাচ্ছিল।
ভোর রাতে পুরোনো কালারপুল সেতুর ডুবে থাকা পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেটির তলা ফুটে হয়ে ডুবে যায়।

ফায়ার সার্ভিসের এই ডুবুরি জানান, ভোর থেকে তারা উদ্ধার কাজ শুরু করেন। সকালে ডুবন্ত বাল্কহেডের অবস্থান নিশ্চিত করা গেলেও দুই শ্রমিককে এখনও উদ্ধার করা যায়নি।
জোয়ারের সময় খালে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে বলেও জানান তিনি।
আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকার সাথে পটিয়ার সংযোগ করেছে কালীগঞ্জ সেতু। বর্তমানে ওই খালের ওপর নতুন সেতু নির্মাণের কাজ চলছে।
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে বিপ্লবীদের স্মরণ
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল