পাওনা টাকা আদায়ে স্বজনের শিশুকে অপহরণ করে ধরা

পাওনা টাকা আদায়ে স্ত্রীর বড়ভাইয়ের তিন বছর বয়সী ছেলেকে অপহরণ করে কক্সবাজার থেকে চট্টগ্রাম এনে ধরা পড়লেন এক রিকশাচালক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2021, 03:14 PM
Updated : 8 Feb 2021, 03:14 PM

চট্টগ্রামের কোতয়ালী থানা পুলিশ রোববার রাতে নগরীর রেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ শরিফ (৩৩) নামে ওই রিকশাচালককে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে।

গ্রেপ্তার শরিফের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।

শরিফের স্ত্রীর বড় ভাই কক্সবাজার জেলার রামু উপজেলার ফকিরা বাজার এলাকায় থাকেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরিফ এক বছর আগে এক লাখ টাকা ধার দিয়েছিল তার স্ত্রীর বড় ভাইকে। সেই টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে শরিফ রোববার সকালে রামু এলাকার বাসা থেকে তার সম্বন্ধীর তিন বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে চট্টগ্রাম শহরে চলে আসে।

“নগরীর রেল স্টেশন এলাকায় টহলরত পুলিশ সদস্যরা শরিফের সাথে এক শিশুকে দেখতে পেয়ে সন্দেহ হলে তাকে আটকায় এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে পাওনা টাকা আদায়ের জন্য ওই শিশুকে কক্সাবাজার থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে এসেছে।”

পরে পুলিশ শরিফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শিশুটির বাবা-মা কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন কোতোয়ালি থানায়।