চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনায় মামলা

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত আলাউদ্দিন আলমের পরিবার ২৯ জনকে আসামি করে মামলা করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 01:19 PM
Updated : 28 Jan 2021, 01:19 PM

আলাউদ্দিনের বড় বোন জাহানারা বেগম চট্টগ্রাম রেলওয়ে থানায় এই মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানার এসআই সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় মো. নাছির, সাইদুল ইসলাম, জয় মিয়া, জয় মিয়া, আক্তার, মো. বিল্লাল, মো. সাজু, মো. হেলাল, নাছির ওরফে কালা নাছির ও মো. ইমন নামে নয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছিলেন, আলাউদ্দিন হোটেল থেকে নাস্তা খেয়ে বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। হামলাকারীরা সবাই আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিনের সমর্থক।

আমবাগান রেললাইন বস্তিতে থাকতেন আলাউদ্দিন। তার প্রতিবেশী এবং স্বজনদের দাবি, ওই এলাকাটির লোকজন সবাই সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের সমর্থক। এবার হিরণ দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমানকে সমর্থন দিয়েছেন।

আর বস্তিবাসীরাও মাহমুদুর রহমানের পক্ষে। ওই কারণে ভোট শুরুর আগে থেকে আমবাগান ইউসেপ স্কুল কেন্দ্র নিয়ন্ত্রণে নেয় ওয়াসিমের অনুসারীরা।

এসআই সোহরাব বলেন, মামলায় ওয়াসিমের নাম উল্লেখ করা না হলেও বিবরণে তার নাম এসেছে।

“মামলার তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, সবাইকে আসামি করা হবে।”