চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 02:19 PM BdST Updated: 21 Jan 2021 02:59 PM BdST
চট্টগ্রামে আলাদা অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন ও আকরব শাহ থানার নাছিয়া ঘোনা এক নম্বর ঝিল এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফরহাদ উদ্দিন ওরফে মজনু (২৯) ও মো. বেলাল হোসেন (৪২)।
তাদের কাছ থেকে দেশি রিভলবার, এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
মজনু বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ অন্তত পাঁচটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
তিনি বিভিন্ন ব্যক্তির হয়ে ভাড়ায় জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন বলে দাবি পুলিশের।

“রাতে অক্সিজেন বাজারে অস্ত্রসহ মজনু অবস্থান করছে খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশের একটি দল অভিযানে যায়। এসময় গুলি ভর্তি অবস্থায় ৩২ বোরের একটি দেশিয় রিভলবার ও একটি ছুরিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তার মজনুর বিরুদ্ধে বায়েজিদ ও রাউজান থানায় পাঁচটি মামলা আছে। বিভিন্ন ব্যক্তির হয়ে সে ভাড়ায় গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে। সিটি নির্বাচনেও সে এ ধরনের কাজ করার প্রস্তুতি নিচ্ছিল।”
অন্যদিকে গভীর রাতে একটি এলজি ও দুইটি কার্তুজসহ বেলালকে গ্রেপ্তার করে বলে জানান আকবর শাহ থানার ওসি জহির হোসেন।
“গোপন সংবাদের ভিত্তিতে নাছিয়া ঘোনা এক নম্বর ঝিলে গাউসিয়া লেকসিটি গেইট এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়।”
তার বিরুদ্ধে ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করার অভিযোগ আছে বলে জানান ওসি।
-
‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
-
পিসি রোড: এবার সময় বেঁধে দিলেন মেয়র রেজাউল
-
কর্ণফুলীতে পাওয়া মর্টার শেল উদ্ধারের পর ধ্বংস
-
চট্টগ্রামের লালদিয়ার চরে উচ্ছেদ শুরু
-
সিএমপিতে ৮ ডিসি বদলি
-
চট্টগ্রামে নিজের বাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান খুন
-
সিসিসি মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতের সাক্ষাৎ
-
আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর হলেন মাসুম
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল