যুবককে আটকে টাকা আদায়, দুইজন গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 04:47 PM BdST Updated: 29 Nov 2020 04:47 PM BdST
চট্টগ্রামে এক যুবককে ডেকে এনে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর স্টেশন রোডের ইলেকট্রিক গলি থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার একজনের নাম রাশেদুল ইসলাম (১৯) ও অন্যজন ১৬ বছর বয়েসী কিশোর। ওই কিশোর রাশেদের বড় ভাইয়ের দোকান কর্মচারী।

“আমরা অভিযোগের সত্যতা পেয়ে ইলেকট্রিক গলি এলাকা থেকে রাশেদুল ও তাদের দোকান কর্মচারি ১৬ বছর বয়েসী ওই কিশোরকে গ্রেপ্তার করি।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, সায়েম ও রাশেদুল নগরীর কুলগাঁও এলাকার আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৫ সালে দাখিল পরীক্ষা দেওয়ার সময় পরিচিত হয়।
“বিভিন্ন সময় সায়েম তাকে সমকামীতার প্রস্তাব দিত দাবি করে রাশেদুল বলেছে, বারবার নিষেধ করার পরও সায়েম কাজটি করে যাওয়ায় তার মধ্যে ক্ষোভের জন্ম হয়। এ ক্ষোভ থেকে শুক্রবার তিনি সায়েমকে তার বাসায় যাওয়ার প্রস্তাব দেয়। পরে সে ও তাদের দোকান কর্মচারি সায়েমের ভিডিও ধারণ করে এবং টাকা আদায় করে।”
ওসি মহসিন বলেন, “রাশেদুল ও সায়েম দুই জনই মাদ্রাসার সাবেক ছাত্র। রাশেদুল ধর্মীয় দৃষ্টিকোণ দেখিয়ে সায়েমকে শায়েস্তা করার চেষ্টা করেছে। কিন্তু তাতে সে নিজেই অপরাধে জড়িয়ে গেছে।
“সায়েমের বিষয়ে রাশেদুল আগেই পুলিশকে অভিযোগ করতে পারত। কিন্তু তা না করে নিজে সায়েমকে শায়েস্তা করতে গিয়ে অপরাধ করেছে। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করেও সে অপরাধ করেছে।”
-
ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত
-
চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি
-
চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের
-
চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
-
চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহি
-
চট্টগ্রামে নির্বাচন ‘ভালো’ হবে, মনে হচ্ছে সিইসির
-
রেজাউলের নির্বাচনী মিছিলে যুবলীগ নেতা ‘ছুরিকাহত’
-
চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১
-
চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি
-
ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত
-
চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের
-
চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১
-
চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
-
চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- মুস্তাফিজের জোড়া আঘাত
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের