‘মোগল’ রেস্তোরাঁয় বাসি ভাত-মাংস

বাসি ভাত, নুডুলস ও মাংস পাওয়ায় চট্টগ্রামে একটি রেস্তোরাঁকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2020, 07:45 AM
Updated : 8 Nov 2020, 07:45 AM

রোববার সকালে নগরীর মোমিন রোডে মোগল বিরিয়ানী অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ফ্রিজে বাসি ভাত, মাংস, ডাল এবং মেয়াদোত্তীর্ণ বোরহানি পাওয়া যায়।

এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেস্তোরাঁটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাশাপাশি ক্রেতা, কর্মচারীদের শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।