চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শাহ আলমের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আইন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক এম শাহ আলম মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 06:44 PM
Updated : 31 August 2020, 06:44 PM

সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকস্থলীতে রক্তক্ষরণের পর এক সপ্তাহের মতো আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শাহ আলম। উনার বয়স হয়েছিল ৬৮ বছর।

অধ্যাপক এম শাহ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন তিনি।

অধ্যাপক শাহ আলম ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯৯ সালে তিনি আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।