রাঙ্গুনিয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান চৌধুরী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 10:40 AM
Updated : 23 July 2020, 10:40 AM

বৃহস্পতিবার বেলা একটার দিকে নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান চৌধুরী (৯৪) মারা যান।

তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়েছিল।

দীর্ঘ রাজনৈতিক জীবনে রাঙ্গুনিয়ার পৌর প্রশাসক, পৌর মেয়র এবং সবশেষ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

উত্তর জেলার সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম বেদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনিই সম্ভবত দেশের জ্যেষ্ঠ্যতম উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো।

“তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।”

পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এটিএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খলিলুর রহমান ১০ দিন আগে কিডনি ডায়ালাইসিসের জন্য তিনি ভর্তি হন। উনি প্রায়ই হাসপাতালে আসতেন। উনার বার্ধক্যজনিত কিছু অসুস্থততাও ছিল। কোভিড-১৯ পজিটিভও ছিলেন তিনি।”

রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উনাকে হারিয়ে আমরা সবাই শোকাহত।”

উপজেলা সদরে নিজ বাড়ির পাশে মুরাদনগর জামে মসজিদে রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদ শোক জানিয়েছেন।

খলিলুর রহমান চৌধুরী তারুণ্যে ফুটবল খেলোয়াড় ছিলেন। পরে তিনি কর্ণফুলী পেপার মিলে কর্মরত ছিলেন। সেখানে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। শ্রমিক নেতা খলিলুর পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

খলিলুর রহমান চৌধুরী চার ছেলে ও দুই মেয়ের জনক। সন্তানদের মধ্যে তিন ছেলে মারা গেছেন। সবশেষ ২৯ জুন তার তৃতীয় ছেলে মাহফুজুল ইসলাম চৌধুরী মারা যান।