চট্টগ্রাম বন্দরের শেডে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য রাখার একটি শেডে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 11:24 AM
Updated : 15 July 2020, 04:30 PM

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে বন্দরের দুই নম্বর জেটি সংলগ্ন তিন নম্বর শেডে আগুন লাগে বলে বন্দর সচিব ওমর ফারুক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কীভাবে ওই শেডে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। সেখানে বিভিন্ন ধরণের পণ্য রাখা ছিল।”

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে তাদের তিনটি ইউনিটের ১৩টি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, “ওই শেডের ভেতরে পুড়ে যাওয়া বিভিন্ন পণ্যের আগুন সম্পূর্ণ নির্বাপনের কাজ চলছে।”

শেডের ভেতরে আমদানি করা বিভিন্ন রাসায়নিকের ড্রাম, কাপড়সহ বিভিন্ন ধরণের পণ্য ছিল বলে জানান আলী আকবর।

তবে কীভাবে সেখানে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলমকে প্রধান করে গঠিত এ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বন্দর সচিব মো. ওমর ফারুক জানান।