করোনাভাইরাসে চট্টগ্রামে দুজনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক আলোকচিত্র সাংবাদিকের মাসহ দুজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 12:35 PM
Updated : 6 June 2020, 12:35 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ বছর বয়েসী লীলা রাণী ধর এবং জেনারেল হাসপাতালে ৩৩ বছর বয়েসী এক যুবক মারা যান।

লীলা রাণী ধর একটি বার্তা সংস্থার চট্টগ্রাম ব্যুরোর ফটো সাংবাদিক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক উজ্জ্বল ধরের মা।

উজ্জ্বল ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১ জুন রাতে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

ওই দিনই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, শনিবার দুপুরে তার মায়ের মৃত্যু হয়।

উজ্জ্বল ধরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।

এদিকে শনিবার সকালে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয় বলে জানান সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।     

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকার ওই বাসিন্দা করোনাভাইরাসের পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন।

এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫৩ বছর বয়েসী এক ব্যক্তি মারা গেছেন বলেও জানান ডা. রব।

তিনি বলেন, নগরীর বহদ্দারহাট এলাকার ৫৩ বছর বয়েসী ওই বাসিন্দার করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।