চট্টগ্রামে আরও ১৩২ কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রামে একদিনে আরও ১৩২ জনের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 08:12 PM
Updated : 4 June 2020, 08:12 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৬৪টি নমুনা পরীক্ষা করে ১৪০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

এর মধ্যে আটজন রোগীর নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছে বলে সিভিল সার্জন কার্যালয় জানায়। সে হিসেবে চট্টগ্রামে বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা ১৩২জন। 

ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১৯২ নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৩৩ জনের মধ্যে।

চমেক ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১৩৭টি। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৪৬ জনের।

সিভাসু ল্যাবে বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করা হয় ১৩৫টি। এর মধ্যে ৬১ জনের নমুনায় পজিটিভ পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন। এর মধ্যে আটজনের নমুনায় দ্বিতীয়বার করোনাভাইরাস পজিটিভ এসেছে।

এদিন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ৬০জন এবং বিভিন্ন উপজেলার ৭২জন রয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৭৯জনে।