চট্টগ্রামে আরও ১১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রামে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১৮ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে ৯১ জনই মহানগরী এলাকার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 07:33 PM
Updated : 31 May 2020, 07:33 PM

রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ সংক্রমণ ধরা পড়ে বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, এদিন তিনটি ল্যাবে চট্টগ্রামের ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ৯১ জন এবং বাকি ২৭জন বিভিন্ন উপজেলার।

চমেক ল্যাবে রোববার ২৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় ৯৫ জনের। এর মধ্যে মহানগরী এলাকার ৮৯ জন এবং উপজেলা পর্যায়ের ছয়জন।

সিভাসু ল্যাবে ১৩০ নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ২৩ জনের। এর মধ্যে মহানগরী এলাকার দুজন এবং বিভিন্ন উপজেলার ২১জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার সাতটি নমুনা পরীক্ষা করে কোনোটিতে ফল পজিটিভ আসেনি।

ফৌজাদারহাটের বিআইটিআইডি ল্যাবে জীবাণুমুক্তকরণের কাজ চলায় সেখানে রোববারও কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস আক্রান্ত মোট ২ হাজার ৯৮৫ জন শনাক্ত হল।