চট্টগ্রামে সাংবাদিকসহ আরও ৬৫ জন কোভিড-১৯ আক্রান্ত

চট্টগ্রামে একদিনে সাংবাদিকসহ ৬৫ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 07:17 PM
Updated : 24 May 2020, 07:17 PM

রোববার ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্র্রাম মেডিক্যাল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ২৬৪ নমুনা পরীক্ষা করা হয়।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২০১টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে মহানগরী এলাকার ১৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৯জন।

চমেক ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের মধ্যে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরী এলাকার ২৮ জন এবং বিভিন্ন উপজেলার দুইজন।

সিভিল সার্জন বলেন, সিভাসু ল্যাবে চট্টগ্রামের ২২টি নমুনা পরীক্ষা করে কারও ‘পজিটিভ’ পাওয়া যায়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের দুটি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস ‘পজিটিভ’ মেলেনি।

রোববারের আক্রান্তদের মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর একজন প্রতিবেদক রয়েছেন।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৭১০জনে।