চট্টগ্রামের চিকিৎসকদের দেড়শ পিপিই দিলেন ভূমিমন্ত্রী

চট্টগ্রামের জেনারেল হাসপাতালে নভেল করোনাভাইরাস রোগীর সেবায় চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সুরক্ষার জন্য দেড়শ পিপিই দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 02:20 PM
Updated : 2 April 2020, 02:20 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের কাছে  ভূমিমন্ত্রীর পক্ষে এসব পিপিই হস্তান্তর করেন স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনা বিষয়ক সেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে করোনাভাইরাস সংকট মোকাবেলায় আইসোলেশন ইউনিট হিসেবে জেনারেল হাসপাতালকে গড়ে তোলা হয়েছে। সন্দেহভাজন রোগীরা সেখানে ভিড় করছেন। চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা ঝুঁকি জেনেও রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে।

তাদের সুরক্ষার জন্য ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ব্যক্তিগত উদ্যোগে দেড়শ উন্নতমানের পিপিই দিয়েছেন বলে জানান তিনি।

“তার পক্ষে আমি এসব পিপিই হস্তান্তর করেছি। মাননীয় মন্ত্রী ভবিষ্যতেও হাসপাতালের যে কোনো সেবামূলক কর্মসূচিতে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।”