করোনাভাইরাস: চট্টগ্রাম চিড়িয়াখানাও বন্ধ হল

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতের পর চিড়িয়াখানাও বন্ধ রাখার সিদ্ধান্ত হল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 01:48 PM
Updated : 18 March 2020, 05:30 PM

বুধবার রাতে চিড়িয়াখানা পরিচালনা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯ মার্চ সকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

“আপাতত এই সময়সীমা পর্যন্ত বন্ধ রাখা হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় বন্ধের সময়সীমা আরও বাড়ানো হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে।”

ফয়’স লেক এলাকায় অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্দর নগরীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বুধবার বিকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতেও যাওয়া নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বন্ধ করা হয়েছে ফয়’স লেক ও জাম্বুরি পার্কে জনসমাগমও।

নভেল করোনাভাইরাস বৈশ্বিক মহামারী রূপ নেওয়ার পর বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পাশাপাশি জনসমাগমের মতো অনুষ্ঠান নিরুৎসাহিত করছে সরকার।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সারাদেশে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।