চবি প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত ছাত্রলীগের একাংশের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালে জন্য ডাকা অবরোধ রোববার পর্যন্ত স্থগিত করেছে ছাত্রলীগের একাংশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 01:57 PM
Updated : 28 Jan 2020, 01:58 PM

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন রেড সিগন্যালের নেতা এবং ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দিনার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসন আমাদের কর্মীকে মারধরে বিচার করবে এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ আগামী রোববার পর্যন্ত শিথিল করা হয়েছে।”

আগের দিন দুপুরে ছাত্রলীগের সমর্থক এই সংগঠনের এক কর্মীকে মারধর করায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদে শাটল ট্রেন আটকে অবরোধ করেন রেড সিগন্যালের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যে, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে বগিভিত্তিক সংগঠন রেড সিগন্যালের এক সমর্থককে সিক্সটি নাইনের সমর্থকরা মারধর করেন। তারই প্রতিবাদে রেড সিগন্যালের সমর্থকরা ফতেয়াবাদ রেলস্টেশনে শাটল অবরোধ করে।

বগিভিত্তিক সিক্সটি নাইন গ্রুপটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

এর আগেও মারধরের প্রতিবাদে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়েছিল ছাত্রলীগের একাংশ।