চবিতে মারামারির পর অবরোধের ডাক ছাত্রলীগের একাংশের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার জন আহত হওয়ার পর অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 03:56 PM
Updated : 22 Jan 2020, 03:56 PM

প্রতাক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে বগিভিত্তিক গ্রুপ সিএফসির কর্মী শামিম আজাদ ঢুকলে তাকে বের করে দেওয়া হয়।ক্ষিপ্ত হয়ে শামীম বিজয় গ্রুপের এক কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

এ খবর হলে ছড়িয়ে পড়লে সিএফসির অনুসারীরা সোহরাওয়ার্দী হলে ঢুকে বিজয় গ্রুপের কর্মীদের উপর হামলা করে। এতে তিনজন আহত হয়।

বিজয় গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলার মাঠের ঝামেলার সাথে বিজয় গ্রুপ জড়িত ছিল না। সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে শিবির স্টাইলে সোহরাওয়ার্দী হলে আমাদের তিন কর্মীকে আহত করেছে।

“তাদের মধ্যে একজনের (আবু বক্কর সিদ্দিক) আঘাত গুরুতর। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্যাম্পাস অবরোধ থাকবে।”

চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলার মাঠে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসির ছেলেদের উপর অতর্কিত হামলা চালায় বলে শুনেছি।

“তবে হামলাকারী যারাই হোক তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ক্যাম্পাস অস্থিতিশীলকারী সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু বক্কর সিদ্দিকী নামের চবির এক ছাত্র পায়ে আঘাত নিয়ে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

শাটল ট্রেন আটকে বিক্ষোভ

এদিকে কর্মীদের মারধর করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক অবরোধ করে এবং শাটল ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রলীগের একাংশ।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মূল ফটক অবরোধ করে বিক্ষোভ দেখায় চবি শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের অনুসারীরা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বিকাল সাড়ে তিনটার সময় সিক্সটি নাইনের দুই কর্মী জিরো পয়েন্ট এলাকায় একটি দোকানের সামনে বসে আড্ডা দেওয়ার সময় মুখোশধারী কয়েকজন দূর্বৃত্ত তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ খবর হলে ছড়িয়ে পড়লে সিক্সটি নাইনের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগিভিত্তিক সংগঠন রেড সিগন্যালের কর্মীরা সিক্সটি নাইনের কর্মী ইব্রাহিম খলিল মুকুল ও মাহফুজ হুদা লোটাসকে মারধর করায় সিক্সটি নাইনের অনুসারীরা মূল ফটক অবরোধ করেছিল।

“আমি সিক্সটি নাইনের কর্মীদের শান্ত থাকার অনুরোধ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ করেছি।”

বগিভিত্তিক সিক্সটি নাইন গ্রুপটি চবি ছাত্রলীগের রাজনীতিতে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

চবির প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, দুই ছাত্রকে মারধর করায় একটি গ্রুপ প্রধান ফটক অবরোধ করেছিল। তাদেরকে বিচারের আশ্বাস দিলে তারা ফটক খুলে দেয়।

মারধরের অভিযোগ অস্বীকার করে রেড সিগন্যাল গ্রুপের নেতা ও সাবেক উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দিনার বলেন,“দুই দিন আগে সাধারণ সম্পাদকের অনুসারী সিক্সটি নাইনের ছেলেরা প্রক্টোরিয়াল বডির সামনে আমাদের জুনিয়রদের মারধর করে। তারাই আমাদের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাস্টাস দিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।”