দূষণ: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

বায়ু দূষণ ও পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ করায় চট্টগ্রামের ডায়মন্ড সিমেন্টসহ তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 01:53 PM
Updated : 5 Dec 2019, 01:53 PM

বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্ণফুলী এলাকার ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কারখানার বায়ুর মানমাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে।“

পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ করায় এ প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

সীতাকুণ্ড এলাকার মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকেও একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।  

এছাড়া সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় ফোর স্টার করপোরেশন নামের শিপ ব্রেকিং ইয়ার্ডকে পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।