পেঁয়াজের দাম বেশি নেওয়ায় আড়তদারকে জরিমানা

মিসর ও চীন থেকে আনা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় খাতুনগঞ্জের এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 02:39 PM
Updated : 6 Nov 2019, 02:39 PM

বুধবার দুপুরে খাতুনগঞ্জে এই অভিযানে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন।

তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিশর ও চীন থেকে আমদানি করা পেঁয়াজের এলসি মুল্য, সিএন্ডএফ চার্জ, পরিবহন খরচ ও মুনাফা মিলিয়ে পাইকারি পর্যায়ে ৪৫ টাকা কেজি দরে বিক্রির কথা। কিন্তু পাইকারিতে ৭০-৮০ টাকা দরে এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল।

“তাই অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুসারে খাতুনগঞ্জের মাহিন এন্টারপ্রাইজ নামের আড়তদার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।”

বৃহস্পতিবার নগরীর খুচরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল।