মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চট্টগ্রামের কোতোয়ালি  থানায় মামলা করলেন এক নারী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 04:24 PM
Updated : 4 Nov 2019, 04:24 PM
সোমবার বিকালে রাবেয়া খাতুন (৫০) নামে ওই নারী তার ছোট ছেলে মনিরুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মামলা করেন বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

এরপর পুলিশ তার ছেলেকে গ্রেপ্তার করেছে।

রাবেয়া খাতুন আদালত ভবনে আইনজীবীদের বিভিন্ন কাজে সহযোগিতার কাজ করে থাকেন। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

ওসি মহসিন বলেন, স্বামীহারা রাবেয়া খাতুন থাকেন নগরীর কোর্ট হিল এলাকায়। তার তিন ছেলে ও এক মেয়ে আছে। ছোট ছেলে মাদকাসক্ত মনিরুল প্রায়ই রাবেয়া খাতুনকে নেশার টাকার জন্য মারধর এবং গালাগালি করত।

তিনি বলেন, “সোমবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাশে একটি চায়ের দোকানের সামনে মা রাবেয়া খাতুনের কাছে নেশার জন্য দুই হাজার টাকা দাবি করে ছেলে মনিরুল। দিতে অস্বীকৃতি জানালে মা রাবেয়া খাতুনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে গাছের বাটাম দিয়ে মারতে উদ্যত হয় ছেলে মনিরুল। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে তুলে দেয়।”