চট্টগ্রামে রঞ্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীর ব্যবসায়ী রঞ্জন সিংহ চৌধুরী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 12:08 PM
Updated : 21 Oct 2019, 12:25 PM

১১ বছর আগের এই মামলায় সোমবার দুপুরে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি আইয়ুব খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চার আসামির বিরুদ্ধে অপহরণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

“অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের সাজা দেন বিচারক।"

আসামিদের মধ্যে- মহসিন, ইমরান, ফুরকান ও আবদুল কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন- আব্দুল মোনাফ ও শাহাদাৎ হোসেন।

এদের মধ্যে শুধু যাবজ্জীবন পাওয়া আব্দুল মোনাফ আদালতে হাজির ছিলেন। বাকি আসামিরা সবাই পলাতক বলে জানান আইয়ুব।

আদালতের নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৮ মে বিকাল ৫টার পর হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আসাদনগর এলাকা থেকে ব্যবসায়ী রঞ্জন সিংহ চৌধুরীকে অপহরণ করা হয়। 

এরপর রাতে নিকটবর্তী যুগির হাটের পশ্চিম পাশে তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে মরদেহ একটি কুচুরিপানা ভর্তি পুকুরে লুকিয়ে রাখা হয়।  রাতে লাশের সন্ধান পায় পুলিশ। পরদিন নিহতের স্ত্রী স্মৃতি রাণী চন্দ বাদি হয়ে হত্যা মামলা করেন।

পিপি আইয়ুব জানান, রঞ্জন সিংহ আসামিদের কাছ থেকে টাকা পেতেন। এনিয়ে পূর্ব বিরোধের জেরে আসামিরা তাকে খুন করে। 

এ মামলায় ২০১১ সালের ১৬ মে অভিযোগ গঠন করা হয়। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।