শিশু উদ্ধারকারী দুই পুলিশ সদস্য পুরস্কৃত

চট্টগ্রামে কুকুরের মুখ থেকে শিশু উদ্ধারসহ পৃথক ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 02:17 PM
Updated : 18 Sept 2019, 02:17 PM

বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের ভালো কাজের স্বীকৃতি দেন।

গত ২০ অগাস্ট নগরীর আগ্রাবাদ এলাকা থেকে কুকুরের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করে তুলতে সহায়তা করেন ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান।

চিকিৎসাসেবা প্রদানে সহযোগিতার সাথে নবজাতকের মানসিক ভারসাম্যহীন মাকেও খুঁজে করেন তিনি।

অন্যদিকে গত রোববার নগরীর সার্কিট হাউজে কর্তব্যরত অবস্থায় এক শিশুকে পরিত্যক্ত অবস্থা থেকে উদ্ধার হাসপাতালে পাঠান দামপাড়া পুলিশ লাইনের নায়েক দেবরঞ্জন চাকমা।

সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবসেবায় দুই পুলিশ সদস্যের অবদানের জন্য পুলিশ কমিশনার তার কার্যালয়ে এ দুজনকে পুরষ্কৃত করেন।