সবজির আড়ালে ইয়াবা পরিবহন, গ্রেপ্তার দুইজন

সবজির আড়ালে ইয়াবা পরিবহনের সময় চট্টগ্রামে একটি ট্রাক আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 04:10 PM
Updated : 10 August 2019, 04:10 PM

শনিবার বিকালে কোতোয়ালী থানার তিন পুলের মাথা এলাকা থেকে আটক ওই ট্রাক থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-  ট্রাকের চালক শাকিল (১৯) ও সহকারী সাকিব (১৯)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারায়।

গোয়েন্দা পুলিশের এএসআই সন্তু শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি চকরিয়া থেকে সবজি নিয়ে চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে আসছিল।

গোপন খবরের ভিত্তিতে বিকালে ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত চলে যায়।

“ট্রাকটি ধাওয়া করে তিন পুলের মাথায় আটক করা হয়। এসময় চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করলে চালকের পাশের আসনের সিট বেল্টের বক্সে বিশেষ কৌশলে রাখা ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

এএসআই সন্তু বলেন, ট্রাকটিতে সবজির আড়ালে ইয়াবা আনা হয় কক্সবাজার থেকে। রেয়াজউদ্দিন বাজারে সবজি রেখে ট্রাকটি রেল স্টেশনের পার্কিংয়ে রাখা হয়।

সেখান থেকে মো. মনসুর নামের আরেক ট্রাক চালক মালামাল নিয়ে ঢাকায় চলে যায়।

তিনি বলেন, “গাড়ির মালিকের সম্পৃক্ততায় ট্রাকটিতে করে ইয়াবা পাচার করা হয়। সবজির সাথে চট্টগ্রামে ইয়াবা আনা হয়। সেখান থেকে ঢাকায় ইয়াবা পাচার করা হয়।

গ্রেপ্তার শাকিল, সাকিব, পলাতক মনসুরকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।