চট্টগ্রামে বৃষ্টির মধ্যে পাহাড় ধস

টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও কুসুমবাগ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2019, 05:41 AM
Updated : 13 July 2019, 10:13 AM

শনিবার বেলা ১২টার দিকে নগরীর গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কুসুমবাগ আবাসিক এলাকায় পাহাড় ধসে এক শিশু আহত হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের একটি দল ঘটনাস্থল গেছে।

আহত শিশু নুসরাত শারমিনকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাটিচাপা পড়া তিন বছরের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। তার হাতে আঘাত পেয়েছে।

“আমাদের উদ্ধার কাজ চলছে। আর কেউ মাটি চাপা আছে কি না, তা সন্ধান করে দেখা হচ্ছে।”

পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, পাহাড়ের বেশ বড় একটি অংশ ভেঙে পড়েছে। এর নিচে কয়েকটি ঘর আছে। ভেঙে পড়ার আগে ওইসব ঘরে থাকা লোকজন সরে যেতে পেরেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

তার আগে আরেফিন নগরের বিশ্ব কবরস্থান সংলগ্ন মাঝেরঘোনা পাহাড়ে সকাল ৯টার দিকে ভূমিধস ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূমি ধসে দুজন মাটিচাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

আহতরা হলেন শাহানুর আক্তার (৪০) ও তার মেয়ে মজির্না বেগম (১৮)।

গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে চট্টগ্রামে, শনিবারও তা অব্যাহত রয়েছে।

বৃষ্টির মধ্যে গত কয়েকদিনে নগরীর বিভিন্ন পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটলেও তাতে কারও প্রাণহানি হয়নি।

পাহাড় ধসে প্রাণহানি এড়াতে বর্ষার আগে থেকে ঝুঁকিপূর্ণ বসতিগুলো উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।