শাহ আমানতে ৫৯ হাজার দিরহামসহ দম্পতি আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে ৫৯ হাজার দিরহামসহ এক দম্পতিকে আটক করেছেন নিরাপত্তা কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 09:45 AM
Updated : 14 June 2019, 09:45 AM

শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে শারজাহ যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান।

আটক জহুর আলম (৩৫) ও তার স্ত্রী সুমী আক্তারের (৩০) বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলায়। এয়ার এরাবিয়ার সকালের ফ্লাইটে তাদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইমিগ্রেশন পার হয়ে ফ্লাইটে ওঠার আগে নিরাপত্তা তল্লাশিতে তাদের ব্যাগে দিরহাম থাকার বিষয়টি ধরা পড়ে।”

পরে ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে আমিরাতের ৫৯ হাজার দিরহাম জব্দ করা হয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা বলে জানান শহীদুল।

বাংলাদেশের নিয়মে একজন বিদেশগামী যাত্রী ঘোষণা ছাড়াই সর্বোচ্চ ৫ হাজার ডলার মূল্যমানের বিদেশি মুদ্রা সঙ্গে রাখতে পারেন। কিন্তু ওই দম্পতির সঙ্গে থাকা দিরহামের মূল্যমান ১৬ হাজার ডলারের বেশি। 

শহীদুল বলেন, “তাদের আটক করে আমরা এপিবিএন-এর হাতে তুলে দিয়েছি। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেবে।”