চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলির ফয়’স লেক সি ওর্য়াল্ড সংলগ্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 02:39 PM
Updated : 2 May 2019, 02:39 PM

বৃহস্পতিবার বিকালে আকবরশাহ থানাধীন সি ওয়ার্ল্ডের পেছনে বিজয়নগর, জিয়ানগর ও মধ্যমনগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে চালানো অভিযানে পাহাড়ে অবৈধভাবে বসবাস করা পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করে একটি ট্রান্সফরমার, চারটি মিটার বক্স, নযটি প্রিডেইড মিটার, ৫০ কয়েল তার জব্দ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট তৌহিদ।

ওই এলাকায় শতাধিক পরিবার বসবাস করছে এবং এদের মধ্যে ২২টি পরিবার অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।