নারী ব্যবসায়ীকে হত্যায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক গ্রেপ্তার

এক মাস আগে চট্টগ্রাম মহানগরীর হালিশহরে হাতুড়ির আঘাতে নারী ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তারই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 08:41 AM
Updated : 25 April 2019, 08:41 AM

বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর থেকে খালেদ নূর (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

খালেদ নিহত ব্যবসায়ী লাকী আক্তারের বুটিকের দোকানের ব্যবস্থাপক ছিলেন বলে তিনি জানান।

গত ১৮ মার্চ গভীর রাতে হালিশহর কে ব্লকে নিজের বুটিক ও ফাস্টফুডের দোকানের গুদামে আক্রান্ত হন লাকী আক্তার। হাতুড়ির আঘাতে লাকী নিহত হন বলে পুলিশ জানিয়েছিল।

লাকীর স্বামী শ্রীলংকার নাগরিক নাস সু নাগাম ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।

বাগেরহাট জেলার মোড়লগঞ্জের বাসিন্দা লাকী আক্তারের চার সন্তান রয়েছে।

তখন পুলিশ বলেছিল বিরোধের জেরে দোকানের কর্মচারী হাতুড়ির আঘাতে লাকীকে হত্যা করেছে।

তবে পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, “গ্রেপ্তার খালেদ নূর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে লাকী আক্তারের সাথে তার সম্পর্ক ছিল এবং গোপনে তারা বিয়েও করেছিল।”

খালেদ নূরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পিবিআই কর্মকর্তারা জানান।