সিডিএর নতুন চেয়ারম্যান দোভাষ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আওয়ামী  লীগ নেতা এম জহিরুল আলম দোভাষ। তিনি আবদুচ ছালামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 02:37 PM
Updated : 18 April 2019, 02:37 PM

দোভাষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির পদে আছেন। বিদায়ী চেয়ারম্যান ছালাম একই কমিটির কোষাধ্যক্ষ।

আগামী ২৪ এপ্রিল অথবা যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য জহিরুলকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক আদেশে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সম্পর্ক ত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়।

দোভাষ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগের চিঠি এখনও হাতে আসেনি। সে কারণে কোন দিন থেকে দায়িত্ব নিচ্ছি, তা নির্ধারণ হয়নি।”

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা দোভাষ চট্টগ্রাম সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের চার বার কাউন্সিলর নির্বাচিত হন।

ছালাম ২০০৯ সালের ২৩ এপ্রিল সিডিএর চেয়ারম্যানের দায়িত্ব পান। মেয়াদ বাড়তে বাড়তে ১০ বছর এই দায়িত্ব পালন করেন তিনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তি ছালাম।