জন্মদিনের আয়োজনে ছিনতাইকারীদের হানা, টাকা-মালামাল লুট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন পাম বাগানে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 01:14 PM
Updated : 25 March 2019, 01:26 PM

সোমবার দুপুরে ১০ জন শিক্ষার্থীর দলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জের দক্ষিণে পাম বাগানে এক বন্ধুর জন্মদিন পালন করতে গেলে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “আমরা এক বন্ধুর জন্মদিন পালন করতে পাম বাগানে গিয়েছিলাম।

“সেখানে কেক কাটার সময় একদল ছিনতাইকারী আমাদের বন্দুক দেখিয়ে সব ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের হাতে ধারালো অস্ত্রও ছিল।"

আক্রান্ত শিক্ষার্থীরা জানান, ছিনতাইকারীরা তাদের মারধর করে ছয়টি মোবাইল ফোন, দুই হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আজগর আলী চৌধুরী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।

তিনি বলেন, ক্যাম্পাসের দূরবর্তী স্থানে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সেজন্য দরকার সবার সচেতনতা।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক আক্তারুজ্জামান বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে এক শিক্ষার্থীর পড়ে থাকা মোবাইল ফোন উদ্ধার করে সেটি তাকে বুঝিয়ে দিয়েছি।”