ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রাম

বাংলাকে মাতৃভাষা করার দাবিতে জীবন উৎসর্গকারী বীর শহীদদের ফুলে ফুলে শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 08:09 AM
Updated : 21 Feb 2019, 08:09 AM

রাত ১২টা এক মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর পুলিশের একটি দল বিউগলের সুরে ও সশস্ত্র সালাম জানায় বীর শহীদদের।

এরপর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।

এরপর একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রামের পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, চট্টগ্রাম প্রেস ক্লাবেকর নেতারা।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ মিনারে।

এদিকে ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে নামে জনতার ঢল। বিভিন্ন বয়সের, শ্রেণি-পেশার মানুষ, সামজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো ভাষা শহীদদের স্মরণ করতে ভিড় করে শহীদ মিনারে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আশপাশের রাস্তাঘাটে বুধবার সন্ধ্যার পর থেকে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।