চট্টগ্রামে অস্ত্রসহ দুই জেএসএস কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা জেএসএস (এমএন লারমা) কর্মী বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 08:00 AM
Updated : 12 Feb 2019, 08:00 AM

নগরীর ষোলশহর-অক্সিজেন সড়কের ড্রাইভার কলোনি এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা পলাশ কুসুম চাকমা (৩০) ও ইন্দ্ররাজ চাকমা (২৭)।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে অক্সিজেন থেকে ষোলশহরের দিকে আসছিলেন তারা।

ড্রাইভার কলোনি এলাকার বেমকো মিটার ফ্যাক্টরির সামনে পুলিশ অটোরিকশাটিকে থামার সংকেত দিলে তারা নেমে পালানোর চেষ্টা করেন।

পুলিশ পরিদর্শক প্রিটন বলেন, “তাদের ধরে তল্লাশি করে দুইজনের কোমরে দুইটি দেশি এলজি ও দুইটি গুলি পাওয়া যায়।

“জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে পাহাড়ি সংগঠন জেএসএস (এমএন লারমা) কর্মী বলে দাবি করেছেন।”

গ্রেপ্তার দুইজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।