চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ শুরু রোববার

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে রোববার শুরু হচ্ছে ১৮ দিনের অমর একুশে বইমেলা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 07:23 PM
Updated : 8 Feb 2019, 07:23 PM

শুক্রবার বিকালে নগরীর সিজেকেএস জিমনেশিয়াম চত্বরে এক সংবাদ এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে একটি বইমেলার আয়োজন চট্টগ্রামবাসীর বহুদিনের প্রত্যাশা। 

“সে প্রত্যাশা থেকেই চট্টগ্রামের নাগরিক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে।”

মেয়র জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান রোববার বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন। ১৮ দিনের এ আয়োজনে সংগীতানুষ্ঠান, রবীন্দ্র ও নজরুল উৎসব, বসন্ত বরণ উৎসব, রম্য বির্তক, পাঠক সমাবেশ, সাহিত্য আড্ডা, বির্তক-সাহিত্য-ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষক কুইজ প্রতিযোগিতাও থাকবে।

এছাড়া বায়ান্নর ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলন নিয়ে চিত্র প্রদর্শনী হবে আলাদা স্টলে।

সারাদেশের ১১০টি প্রকাশনা সংস্থা ১০ থেকে ২৮ ফেব্রুযারি এ মেলায় অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।