‘ঘুষের টাকাসহ’ শুল্ক কর্মকর্তা গ্রেপ্তার

হটলাইনে অভিযোগ পেয়ে ‘ঘুষের টাকা’সহ চট্টগ্রাম কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তাকে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 02:52 PM
Updated : 10 Jan 2019, 02:53 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস হাউজের নিচতলায় কার্যালয় থেকে ছয় লাখ টাকাসহ নাজিম উদ্দিন নামে ওই কর্মকর্তাকে আটকের কথা জানান দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের হটলাইন ‘১০৬’ এ অভিযোগ পেয়ে আমরা চট্টগ্রাম কাস্টমস হাউজে রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের কার্যালয়ে অভিযান চালাই।

“এসময় তার ড্রয়ার থেকে নগদ ছয়লাখ টাকা পাওয়া যায়। এসব টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।”

চট্টগ্রাম কাস্টমসের পণ্য খালাসের ছাড়পত্র দেওয়ার দায়িত্বে ছিলেন ওই রাজস্ব কর্মকর্তা।

দুদক কর্মকর্তা লুৎফুল বলেন, “অভিযোগ ছিল, ওই কর্মকর্তা পণ্য খালাসের ছাড়পত্র প্রদানের সময় ঘুষ নেন। সে অভিযোগের ভিত্তিতেই অভিযান।”