চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মী, তারা বোমা তৈরির সরঞ্জাম কিনতে এসেছিলেন বলে পুলিশের দাবি।
Published : 23 Dec 2018, 08:36 PM
নগরীর হালিশহর এ ব্লক থেকে শনিবার রাতে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা হলেন- নাজিম উদ্দিন চৌধুরী ওরফে বোমা নাজিম (৩৮), আবুল বশর ওরফে সবুজ (৩২), আব্দুল হান্নান (২৭)।
গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল হালিশহর ‘এ-ব্লক’ বহুরূপী মাঠের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রায় আধা কেজি ধাতব বল ও বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।”
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার যুবকরা কুমিল্লা চৌদ্দগ্রাম গুনবতী ইসলামী শিবিরের সাবেক সভাপতি আবু সাঈদের নির্দেশে ঢাকা থেকে বোমা তৈরির সরঞ্জাম কেনার জন্য চট্টগ্রামে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, “নাজিম বোমা তৈরিতে পারদর্শী। বছর দশেক আগে হাত বোমা তৈরি করতে গিয়ে নাজিম আহত হয়েছিল। এরপর থেকে সে বোমা নাজিম নামে পরিচিত।”
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে নাশকতার কয়েকটি মামলার আসামি হয়েছিলেন নাজিম। এরপর তিনি বিদেশে পালিয়ে যায়। বছর তিনেক পর সম্প্রতি তিনি দেশে ফেরেন বলে পুলিশ জানিয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার পদ্মা, মেঘনা, যমুনায় হামলার পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে এসে গ্রেপ্তার হয়েছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরের মানব সম্পদ বিষয়ক সম্পাদক এনামুল কবির।