পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা খুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার পল্লীতে খুন হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 05:56 PM
Updated : 3 Dec 2018, 06:26 PM

নিহত জামাল উদ্দিন (৩৫) পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

সোমবার রাতে ইউনিয়নের কোলাগাঁও বিদ্যালয়ের পাশে কোলাগাঁওটেক এলাকায় জামাল হত্যাকাণ্ডের শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

নির্বাচনের আগে ব্যবসায়িক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোলাগাঁওটেক এলাকায় কথা কাটাকাটির জের ধরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় জামালকে। এতে তার মৃত্যু ঘটে।”

জামালের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামালের হাত, বুক ও জননাঙ্গে ধারালো অস্ত্রের জখম রয়েছে।”

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা রেজাউল বলেন, “ব্যবসায়িক বিরোধ থেকে এই খুন হতে পারে। আমরা তদন্ত করে দেখছি।”

জামালের উপর হামলায় কে বা কারা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।